উজিরপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

উজিরপুর প্রতিনিধি: উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসান প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মুক্তযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

প্রস্তুতি সভায় আগামী ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক আয়োজনে সকালে বঙ্গবন্ধুর স্মৃতিফলকে পুষ্পমাল্য দান, আনন্দর‌্যালী, আলোকসজ্জা, বিকেল থেকে ২দিন ব্যাপী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে লোকজ কারুশিল্প মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবে।

ঐ মাঠে স্থায়ী মুজিব মঞ্চে ২দিন ব্যাপী জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে প্রস্তুতি গ্রহন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.