উজিরপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন উপসচিব মোঃ সোহরাব হোসেন

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক গ্রন্থ ‘‘উজিরপুরের মুক্তিযুদ্ধ’’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ডের বরিশাল বিভাগীয় পরিচালক উপসচিব মোঃ সোহরাব হোসেন। আজ ২৭ মার্চ বুধবার বিকাল ৪টায় উপজেলা সভাকক্ষে মোড়ক উন্মোচন সভায় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার।

মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুল হক, সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আ.ন.ম আব্দুল হাকিম, উজিরপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক বইয়ের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মোঃ জাকারিয়া, সেনিটারী ইনসপেক্টর নুরুল আলম বক্তিয়ার ও সেলিনা আক্তার আঁখির সঞ্চালনায় আরো বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সুগন্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির প্রমূখ।

সভায় প্রধান অতিথি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পরে হলেও উজিরপুরে মুক্তিযোদ্ধাদের ইতিহাস নিয়ে বই প্রকাশ হওয়ায় বইয়ের সাথে জড়িত সকল কলাকুশলী ও সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌছে দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.