উজিরপুর প্রতিনিধি:বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় পৌরসভার সিকদার পাড়া খেয়াঘাটে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, সহ সভাপতি মোঃ মামুন সিকদার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, ৭ নং ওয়াড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবু বকর হাওলাদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জেলে ও মৎস্য শিকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।এ সময় বক্তারা বলেন ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সহ সকল প্রকার মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.