উজিরপুরে মা-ইলিশ নিধন রক্ষায় আলোচনা সভা

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুর উপজেলা টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার সভাকক্ষে ৯ অক্টোবর-৩০ অক্টোবর/২০১৯ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ নিধন রক্ষায় সচেতনতা মূলক আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ইউপি চেয়ারম্যান আঃ খালেক আজাদ।

আরো উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার এস, আই বশির উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি মা-ইলিশ নিধন রক্ষার অভিযানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না ।

মা-ইলিশ নিধনে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় গণসচেতনতা মূলক সভা চলছে। এছাড়া বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.