উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সর্ব বৃহৎ কওমী মাদ্রাসা শিকারপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলার গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, উজিরপুর উপজেলার ৪০ টি কাওমি মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামদ, নাতে রাসূল সাঃ, ক্বেরাত,গজল প্রবন্ধ ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের উপ-পরিচালক এ বি এম আব্দুর রহীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়শ্রী মুণ্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বাশার, আরজগুজার করেন কাওমি মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মুফতি সানাউল্লাহ সাহেব।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এই সময়ে অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ ১২ শতাধিক শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন।
স্থানীয়রা সাংবাদিকদের কে জানান এ অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলা পরিণত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেন বলেন, প্রত্যেক বছর অত্র মাদ্রাসার উদ্যোগে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক ছাত্র ও অভিভাবকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি আধুনিক কাওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু রাখা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.