উজিরপুরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে যুবককে কুপিয়ে যখম

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে হত্যার উদ্দেশ্যে এক ব্যবসায়ীকে উপর্যুপুরীভাবে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে মাদক ব্যবসাীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও আহত সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী মৃত মতিউর রহমান রাড়ীর ছেলে ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাড়ী(৩৭) কে পূর্ব শত্রুতার জেড় ধরে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম পাড়ার তোতা মিয়া সরদারের ছেলে জাকির হোসেন সরদার(৩৫), রফিজ উদ্দিন সরদারের ছেলে মিরাজ সরদার(৩৮), তোতা মিয়া সরদারের ছেলে আলতাফ সরদার(৩৩), জাহিদ সরদার(২৮), মোবারক সরদারের ছেলে সুমন সরদার(২২), মোশারফ সরদারের ছেলে মাইনুল সরদার(২২), মাসুম সরদার(২৪), বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের দুলাল সরদারের ছেলে মাছুম সরদার (২০), মৃত গঞ্জে আলী সরদারের ছেলে দুলাল সরদার(৪৮), মিলে আরো অজ্ঞাত ৩/৪ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গত বুধবার রাত সোয়া ৭টায় রামদা দিয়ে দেলোয়ার হোসেনকে উপর্যুপুরীভাবে কুপিয়ে রক্তাক্ত যক্ষম করে।

কোপের আঘাতে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর যক্ষম হয়। এ সময় তার ডাকচিৎতারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে তার সাথে থাকা নগদ ১ লক্ষ ৭৬ হাজার টাকা ও ৪৫ হাজার টাকা মূল্যের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে দ্রুত পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় স্থানীয়রা আহত দেলোয়ারকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার বেগতিক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

আহত সূত্রে জানা যায় ইতিপূর্বে ব্যবসায়ী দেলোয়ার হোসেন ঐ মাদক ব্যবসায়ীদের প্রতিবাদ করায় খুন যখমের পরিকল্পনা চালিয়ে আসছিল ।

এরই ধারাবাহিকতায় বুধবার রাত সোয়া ৭টায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার ব্যবসায় প্রতিষ্ঠান বামরাইল বন্দর বাজার হইতে জমি ক্রয় করা বাবদ ১ লক্ষ ৭৬ হাজার টাকা নিয়ে মোটর সাইকেল যোগে সোনামদ্দিনকে দেওয়ার জন্য তাদের বাড়ীতে পৌছামাত্র মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে পথ রোধ করে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

আরো জানান অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজি, মাদকব্যবসা সহ বিভিন্ন কু-কর্মের সাথে জড়িত রয়েছে। অভিযুক্ত মিরাজ সরদার এ ঘটনা অন্য খাতে প্রবাহিত করার জন্য ২৫ জানুয়ারী গভীর রাতে তার নিজের রান্না ঘরে মিথ্যা নাটক সাজিয়ে নিজেই আগুন ধরিয়ে দেয়। ঐ সন্ত্রাসীদের হুমকীর মূখে আতঙ্কে আহতের পরিবার। এ ঘটনায় আহতের স্ত্রী মোসাঃ তানিয়া আক্তার টুম্পা বাদী হয়ে ২৪ জানুয়ারী উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আহতের পরিবার ওই মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.