উজিরপুরে মাক্স না পরার অভিযোগে ইউপি চেয়ারম্যান, মেম্বর, ইমামসহ ১২ জনকে জরিমানা

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে মাক্স না পরার অভিযোগে ইউপি চেয়ারম্যান, মেম্বর, ইমামসহ ১২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
শীতের প্রচন্ডতা বাড়ার সাথে সাথে মহামারী কনোরা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার (০৬ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণতি বিশ্বাস উপজেলা পরিষদ এলাকা, ইচলাদী, শিকারপুরসহ বিভিন্ন স্থানে মহামারী কনোরা ভাইরাস উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে মাক্স না পরার অপরাধে একজন চেয়ারম্যান, একজন মেম্বর ও একজন ইমামসহ ১২ জনের কাছ থেকে (সংক্রামন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল আইন-২০১৮ অনুযায়ী) ৪ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের কথা শুনে বিভিন্ন ব্যক্তি পকেট ও ব্যাগ থেকে তড়িঘড়ি করে মাক্স পরতে লক্ষ্য করা গেছে।
এ ছাড়া অনেকেই মাক্স পরলেও নাকমুখ খুলে দাড়ির নিচেয় ঝুলিয়ে রেখেছেন। কেউ কেউ মাক্স আনতে ভুলে গেছেন বলে অনুযোগ করেন। এ সময় নির্বাহী কর্মকর্তা বিভিন্ন অসহায়, হতদরিদ্রদের মাঝে মাক্স বিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.