উজিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সড়ক দূর্ঘটনায় ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৪ মে বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা নামক স্থানে মোটরসাইকেল আরোহী বাকেরগঞ্জের দাপরকাঠী গ্রামের এনায়েত মুন্সির ছেলে প্রবাসী ইলিয়াস মুন্সি (৩৫) এর মৃত্যু হয়।

তিনি ঢাকা থেকে বাকেরগঞ্জের উদ্দেশ্যে সিবিজেড মোটরসাইকেল খুলনা মেট্রো-ল-১১৩৯৫৩ যোগে রওনা হয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে স্থানীয় রফিক মোল্লার সহযোগিতায় উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

বেলা ১টায় শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, লাশ শেরে বাংলা মেডিকেলের মর্গে রয়েছে।

ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.