উজিরপুরে বড়াকোঠায় আ’লীগ সভাপতির উপস্থিতিতে শালিশী বৈঠকে হামলা, ইউপি সদস্য সহ আহত-৩

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে শালিশী বৈঠকে আওয়ামীলীগের সভাপতির উপস্থিতিতে সন্ত্রাসী হামলায় শালিশদার ইউপি সদস্য সহ ৩জন গুরুত্বর আহত হয়েছে।

আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে উজিরপুর মডেল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের হারুন মোল্লার সাথে হেলাল উদ্দিন এর দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

বিরোধীয় জমি নিয়ে আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় বড়াকোঠা বিকে মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরীতে আপোষ মিমাংশার একটি বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, বড়াকোঠা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আলম হাওলাদার, খতিয়ান কবির ও অত্র ইউনিয়নের ইউপি সদস্য ফারুক হোসেন মৃধা, আওয়ামীলীগ নেতা সান্টু হাওলাদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

শালিশী বৈঠকে চলাকালীন ১১ টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হারুন মোল্লা সন্ত্রাসী বাহিনী নিয়ে হেলাল গ্রুপের উপর হামলা চালায়। হামলায় হেলাল গ্রুপের আলামিন হাওলাদার (২৮) ও মাহিম বেপারী(২২) গুরুত্বর রক্তাক্ত যখম হয়। ইউপি সদস্য ফারুক হোসেন মৃধা সংঘর্ষ ফিরাতে গেলে তার উপরও হারুন গ্রুপের সন্ত্রাসী বাহিনীরা হামলা চালায়।

হামলায় ইউপি সদস্য গুরুত্বর আহত হয়। আহত ইউপি সদস্য ফারুক ও মাহিম বেপারী বাদী হয়ে হারুন মোল্লা (৩৫), রায়হান মোল্লা(২২), সোহেল মোল্লা(২২) মোঃ মানিক(৩৫), হালিম মোল্লা(৩৫) এদের বিরুদ্ধে উজিরপুর থানায় অভিযোগ দায়ের করেন।

হামলার ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.