উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সেনাবাহিনী ও প্রশাসনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা আলম খানের( ৬৫) মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী ও উজিরপুর উপজেলা প্রশাসন কতৃক রাষ্ট্রীয় সন্মাননা গার্ড অফঅর্নার শেষে দাফন সম্পন্ন।
উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত্যু মোশাররফ হোসেন খানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা আলম খান দীর্ঘদিন যাবত শাররিক নানা সমস্যায় ভুগে গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান।
তার মৃত্যুতে উজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে উজিরপুর মডেল থানা পুলিশের একটি চৌকশ দল ও বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনীর একটি দল গার্ড অফ অর্নার তোপধ্বনির মাধ্যমে প্রায়ত মুক্তিযোদ্ধা আলম খানকে সন্মাননা প্রদান শেষে তার পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে সমাহিত করা হয়।
মুক্তিযোদ্ধা আলম খান সাবেক সেনাবাহিনীর সদস্য এবং পারিবারিক ভাবে দুই কন্যা স্ত্রী ভাই বোন সহ অসংখ্য গুনাগ্রহী রেখেগেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.