উজিরপুরে বিশ্ব এন্টিবায়োটিক সপ্তাহ পালিত

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে বিশ্ব এন্টিবায়োটিকসহ জীবানু বিরোধী ঔষধের সতর্ক ব্যবহার ও সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে র‌্যালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ শওকত আলী, মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমূখ। বিশ্ব এন্টোবায়োটিক সতর্ক ব্যবহারে সচেতনতা উপলক্ষে লিপলেট বিতরণ করা হয়।
এতে অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ, বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ। সাধারণ সর্দি কাশি, ভাইরাস জ্বর, এন্টিবায়োটিক অকার্যকর। কোভিড-১৯ রোগটি ভাইরাসের সংক্রমন, বন্ধ করি অহেতুক এন্টিবায়োটিক সেবনসহ বিভিন্ন স্লোগান প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.