উজিরপুরে বিদ্যালয়ে চুরির হিরিক

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে গড়িয়াগাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌমোহনী মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায় ৮ মে সোমবার রাতে অজ্ঞাত চোরচক্র গড়িয়াগাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ২টি ল্যাপ্টপ,১টি প্রজেক্টের ও নগদ ১০ হাজার ২শত টাকা লুটে নেয় এবং একই ইউনিয়নের চৌমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ৩টি সিলিং ফ্যান,নগদ ১১হাজার টাকা ও মুল্যবান কাগজপত্র চুরি হয়েছে।
এ ঘটনায় গড়িয়াগাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জীবন নাহার ও চৌমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল ইসলাম জানান প্রতিদিনের ন্যায় তারা স্কুল ছুটির পরে বাড়িতে যান,পরের দিন সকালে স্কুলে এসে দেখতে পায় স্বর্বস্ব লুটে নিয়েছে চোরচক্ররা। চুরির ঘটনায় প্রধান শিক্ষিকা জীবন নাহার ও মোঃ অলিউল ইসলাম বাদী হয়ে ৯ মে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেন।
এছাড়াও ২০/২৫ দিন পূর্বে বড়াকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের ১৭টি ল্যাপ্টপ চুরি হয়েছিল।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বিটিসি নিউজকে জানান, চোরচক্রদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.