উজিরপুরে ফায়ার সার্ভিসের মহিলা বাবুর্চিকে শ্লীলতাহানির সেই ড্রাইভার ক্লোজড

উজিরপুর প্রতিনিধি: বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে বরিশালের উজিরপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের মহিলা বাবুর্চিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে অভিযুক্ত সেই ড্রাইভার আব্দুল আউয়াল(৫০) কে জেলায় স্থানান্তর করা হয়েছে। তবে চাকুরী হারিয়েছেন সেই অসহায় হতদরিদ্র বিধবা বাবুর্চি মায়া বেগম।

বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার ও স্টেশন অফিসার ফিরোজ আহমেদ।

গতকাল সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়টি প্রকাশিত হলে টনক নড়ে বরিশাল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের। আজ মঙ্গলবার সকাল ১০টায় সহকারী পরিচালকের নেতৃত্বে একটি টীম উজিরপুরে এসে উভয়ের কথা শুনে ড্রাইভার আউয়ালকে বরিশালে স্থানান্তরের নির্দেশ দেন এবং মহিলা বাবুর্চি মায়া বেগমকে তার বকেয়া পাওনা পরিশোধ করে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকাল ৯টায় বাবুর্চি রান্না করতে আসলে সামান্য অজুহাতে রান্না ভালো হয়নি বলে ড্রাইভার আউয়াল অশ্লিল ভাষায় গালিগালাজ করে।

প্রতিবাদ করলে কিল, ঘুষি, লাথি মেরে আহত করে। এমনকী শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় ১ ডিসেম্বর উজিরপুর মডেল থানায় মায়া বেগম বাদী হয়ে আউয়ালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.