উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠিত

 

উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই বেলা ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা শেষে সভাকক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক এইচ.এম মিজানুর রহমান(এলিএ) এর আলোচনা সভা শেষে সর্বসন্মতিক্রমে প্রবীন প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব প্রধান শিক্ষক আবুল বাসার মৃধা,জেলা সহ-সভাপতি প্রধান শিক্ষক নাজমুল হক, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মতিউর রহমান পান্না, বিমল চন্দ্র শীল, জাকির হোসেন, সহকারী শিক্ষক আসাদুল হক বাচ্চু, কামরুল ইসলাম, কামাল হোসেন সফিউল ইসলাম প্রমুখ।

নতুন আহবায়ক আমিরুল ইসলাম জানান ২০১০ সালে উপজেলায় একটি পূনাঙ্গ কমিটি হয়েছিল। ২০১৩ সালের অক্টোবর মাসে ওই কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। এর পর থেকে বিভিন্ন জনে পাল্টাপাল্টি কমিটির ঘোষনা করলেও সকল শিক্ষকদের মাঝে ওই কমিটির গ্রহনযোগ্যতা পায়নি। তাই আগামী ৪৫ দিনের মধ্যে উপজেলার সকল শিক্ষকদের নিয়ে সর্বসন্মতিক্রমে একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.