উজিরপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম শুরু

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দীর্ঘ ৮ বছর পর পুনরায় ঋণ বিতরণের মধ্য দিয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্য্যক্রম শুরু করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সভা কক্ষে আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।
এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, প্রশিকা বরিশাল-উজিরপুর উন্নয়ন এলাকা ব্যবস্থাপক মোঃ শাহজাহান সিরাজ, প্রশিকা বাবুগঞ্জ এলাকা ব্যবস্থাপক আ,স,ম, জসিম উদ্দিন, প্রশিকা গৌরনদী বিভাগীয় ব্যবস্থাপক এনামুল হক প্রমুখ।
সভাশেষে ৪ জন সদস্যদের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সভায় বক্তারা বিগতদিনের ন্যায় প্রশিকার সুনাম এবং নিষ্ঠার সহিত ঋণ বিতরণ সহ প্রশিকার সকল সামাজিক উন্নয়ন কার্মকান্ড পর্যায়ক্রমে চালু করার আহব্বান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.