উজিরপুরে প্রশাসনের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা কৃষি কর্র্কতা মোঃ তৌহিদ, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ইউপি চেয়ারম্যান এম এ খালেক রাড়ী, ইউসুফ হোসেন হাওলাদার প্রমুখ।
এছাড়া সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামীলীগ।
অপরদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উজিরপুর বিএনপির কোন কর্মসূচি নেই বলে জানান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাষ্টার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.