উজিরপুরে প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে মুজিব বর্ষ পালিত

উজিরপুর প্রতিনিধি: উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ক্ষণ গণনা যন্ত্র স্থাপন এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল আড়াইটায় সরকারি ডব্লিউ.বি. ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার রাজনৈতিক ব্যক্তিবর্গ পুস্পার্ঘ অর্পণ করেন। পরে কেন্দ্রীয় অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় দেখানো হয়।

এ সময় বরিশাল অতিঃ জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।

জাহিদুল ইসলাপম গাজীর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন ওসি জিয়াউল আহসান, বি.এন.খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, আক্রাম হোসেন, প্রধান শিক্ষক মোঃ শাহে আলম প্রমূখ। পরে প্রধানমন্ত্রীর ক্ষণগণনার যন্ত্র উদ্বোধনের সাথে সাথে একযোগে উজিরপুরেও ক্ষণগণনার যন্ত্র উদ্বোধন করা হয়। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.