উজিরপুরে প্রশাসনের উদ্যোগে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
উজিরপুর প্রতিনিধি: উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ মে সকাল ৯টায় উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উজিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।
এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুল-কলেজের প্রধানসহ ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৮টি গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশে এসডিজি অর্জন ও লক্ষ্যমাত্রা নির্ধারণের উপর ব্যাপক আলোকপাত করা হয়।
এ সময় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লিপিবদ্ধ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.