উজিরপুরে পেট্রোল বোমা ও ককটেল বোমা উদ্ধারের ঘটনায় মামলা

 

উজিরপুর প্রতিনিধি: আজ সোমবার বরিশালের উজিরপুরে হাত বোমা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানার এস.আই আলমগীর হোসেন বাদী হয়ে নিদ্রিষ্ট ৬ জন এবং ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে ১৮ নং একটি বিস্ফোরক মামলা দায়ের করেছে।

উল্লেখ্য গতকাল রবিবার ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে অবিস্ফোরিত ৪ টি ককটেল হাত বোমা, ৩টি পেট্রোল হাত বোমা, বিস্ফোরিত ২ টি ককটেলসহ বিপুল পরিমান বোমা তৈরির সরমঞ্জাদি উদ্ধার করেন থানা পুলিশ। ঐ রাতেই মামলা করা হয়েছে। মামলার তদন্ত অফিসার এস.আই হরিদাস নাগ। মডেল থানার অফিসার ইনচার্য শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা হাত বোমা তৈরি করেছে এবং ২টি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা শব্দ পেয়ে আমাদেরকে অবহতি করলে আমরা ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করি। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.