উজিরপুরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে কীটনাশক দিয়ে ২ লক্ষাধীক টাকার মাছ হত্যা

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
পুকুর মালিক উপজেলার হস্তিশুন্ড গ্রামের এম,ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক মাস্টার কান্না জড়িত কন্ঠে বলেন পূর্ব শত্রুতার জের ধরে একটা পক্ষ তাকে খুন যখম সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে আসতে ছিল।
তারই ধারাবাহিকতায় ১ নভেম্বর বুধবার ভোর রাতে পুকুরের মধ্যে কীটনাশক প্রয়োগ করে এতে প্রায় ২ লক্ষ টাকার মাছ মরে ভেসে ওঠে।
মাছ নিধনের বিষয় ঘের পরিচালনাকারী মোঃ ওমর আলী তালুকদার জানান, সকাল দশটার দিকে মাছের পুকুরে খাবার দিতে আসলে দেখা যায়, হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে, পুকুরের মধ্যে কীটনাশকের বোতল ভেসে থাকতে দেখে আমি মাস্টারকে ফোন দেই।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.