উজিরপুরে নৌ পুলিশের হামলায় মৎস অফিসের মাঠ সহকারী আহত

 

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে মা,ইলিশ নিধন রক্ষায় অভিযান চলাকালীন সময় নৌ পুলিশের হামলায় উপজেলা মৎস অফিসের মাঠ সহকারী আব্দুল কাইয়ুম জোমাদ্দার আহত হয়েছে। এ ঘটনায় জেলা মৎস কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় ১ আজ রবিবার ভোর সাড়ে ৬ টায় সন্ধ্যা নদীর চেীধুরীহাট,চরমঙ্গলায় কাইয়ুম জোমাদ্দার, পুলিশ কনস্টবল মিজান ও জিল্লুর রহমানসহ একটি টলার নিয়ে অভিযান চালায়।

এসময় হঠাৎ একটি নৌ পুলিশের টলার তাদের সন্নিকটে আসলে পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে কাইয়ুমকে মারধর করে নৌ পুলিশের এস.আই আকবর সহ ৭/৮ জন পুলিশ। এতে কাইয়ুম গুরুতর আহত হয়। এ ঘটনা উপজেলায় ছড়িয়ে পরলে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা মৎস কর্মকর্তা কালাম জানান ঘটনা সত্য আমরা ইতিমধ্যে জেলা মৎস কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। উজিরপুর মডেল থানার কনস্টবল জিল্লুর রহমান জানান হাতা-হাতির ঘটনা সংঘঠিত হয়েছে।

আমারা এ ধরনের ঘটনা আসা করিনি। এ ঘটনায় উজিরপুর মডেল থানার এস.আই হরিদাস নাগ বিটিসি নিউজ উজিরপুর প্রতিনিধিকে জানান, আমি মারধরের ব্যাপারে কিছুই শুনিনি। তবে অভিযানে দায়ীত্বরতদের কাছে বিষয়টি জানার চেষ্টা করব। এ ব্যাপারে অভিযুক্ত নৌ পুলিশের বিচারের দাবী জানিয়ে পুলিশের উর্দ্বোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলা মৎস কর্মকর্তাসহ সকল কর্মচারীবৃন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.