উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার নির্বাচনী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন বরিশালের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।
২৪ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় প্রথমে উজিরপুর উপজেলা পরিষদের ভিতরে আবাসিক এলাকায় রাস্তা নির্মাণ, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশে সেবাগ্রহীতাদের জন্য নির্মিত ওয়েটিংরুম ও উপজেলা পরিষদ কনফারেন্স রুমের সংস্কার ও আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমি, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার।
সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, সাংবাদিক সোহাগ সহ বিভিন্ন কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

















