উজিরপুরে নিখোঁজের ৪ দিন পরেও আঃ হক মল্লিকের সন্ধান মিলেনী

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নিখোঁজের ৪ দিন অতিবাহিত হলেও আঃ হক মল্লিকের সন্ধান মিলেনী। থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। ভূক্তভোগী পরিবার ও জিডি সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ৮নং ওয়ার্ডের মৃত আঃ হাশেম মল্লিকের ছেলে আঃ হক মল্লিক(৫০), ২৫ আগষ্ট সকাল ৭ টার দিকে বাড়ী থেকে ইচলাদী বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায় কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ীতে ফিরে আসেননি।
এরপর আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজের স্ত্রী মোসাঃ রেনু বেগম বাদী হয়ে নিখোঁজের ঘটনায় ২৬ আগষ্ট উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। যাহার জিডি নং-১৩৮১।
নিখোঁজের খোঁজ পেলে ০১৭৭৮৮৬২৪৪৬ নম্বরে ফোন করার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেন অসহায় স্ত্রী রেনু বেগম । তিনি নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পরেছে। তাদের কান্নায় ভাড়ী হয়ে উঠেছে পুরো এলাকা। এদিকে নিখোঁজ আঃ হক মল্লিকের দ্রুত সন্ধান পাওয়ার দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.