উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে আভাসের উপজেলা পর্যায় প্লাটফরম গঠন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিবাহপ্রতিরোধে ইউএসএআইডি ও ইউকেএআইডি এর যৌথ উদ্যোগে এবং আভাসেরবাস্তবায়নে উপজেলা পর্যায় প্লাটফরম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯মার্চ) বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি এর সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজলো সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

আভাসের জেলা সমন্বয়কারী নার্গিস আক্তার মুক্তির সঞ্চালনায় আরো বক্তৃতা করেননির্বাহী অফিসার এইড প্রেমানন্দ ঘরামী, উপজেলা সহকারী পল্লী উন্নয়নঅফিসার মোঃ গিয়াস উদ্দিন আকন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীরহোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা বিআরডিবি’রসভাপতি কামাল হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্মসম্পাদক নাসির শরীফ, আভাসের উপজেলা সমন্বয়কারী জয়দেব চক্রবর্তী, কাউন্সিলররানী বেগম, শোলক ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার নুরুল আমিন সোহেল, শিক্ষকনমিতা শিকদার, উপজেলা ব্র্যাক আইন সহায়তা কর্মকর্তা সুলতা রানী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে আহ্বায়ক নির্বাচিত হনউপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, যুগ্ম আহ্বায়ক উপজেলা জাতীয়পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু, কাউন্সিলর রানী বেগম, সদস্য সচিবআভাসের উপজেলা সমন্বয়কারী জয়দেব চক্রবর্তী।

এ সময় প্রধান অতিথি বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বানজানান এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.