উজিরপুরে নারীসহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় নারীসহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মানিক মোল্লা(৬৫), শাহে আলম মোল্লা(৪৫), আরাফাত হোসেন(৩৫), মায়া বেগম(৫৫), শহিদুল ইসলাম(২৩) মিলে আজ শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় পার্শ্ববর্তী নারিকেলী গ্রামের সৎভাই ইদ্রিস মোল্লার কাছে পাওনা ৩৩ হাজার টাকা চাইতে গেলে সন্ত্রাসী ইদ্রিস মোল্লা(৩০), হারিছুর রহমান মামুন মোল্লা(২৭) ও সোনিয়া আক্তার(২০) মিলে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ধারালো চাপাতি দিয়ে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পরবর্তীতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঐ সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উজিরপর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত মানিক মোল্লার মেয়ে রুজিনা বেগম বাদী হয়ে উল্লেখ্য ৫ জনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত শহিদুল ইসলাম মোল্লা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মামুন মোল্লা এলাকায় মাদক ব্যবসা ও সেবনসহ বিভিন্ন কুকর্মের সাথে জড়িত রয়েছে। তারা আমাদের পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে এলাকা ছাড়ার হুমকি দেয়।

অভিযুক্তদের মোবাইলে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ঐ প্রভাবশালী সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহতদের পরিবার।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.