উজিরপুরে দারুল উলূম রসুলাবাদ ইসলামিয়া কওমী মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে দারুল উলূম রসুলাবাদ ইসলামিয়া কওমী মাদ্রাসা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ মার্চ বিকেল ৫ টায় পরমানন্দ সাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে পৌর বিএনপির আহবায়ক ও মাদ্রাসার সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও পৌর ১ নং ওয়াডের বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, আবু হান্নান আরিফ, দেলোয়ার হোসেন, সবুর হাওলাদার, পৌর শ্রমিক দলের আহবায় সোলায়মান খান হাইউম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কালাম ফরাজী, সেচ্ছা সেবক দলের আহবায়ক মিলন, ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সাংবাদিক আকাশ, হিমেল প্রমূখ।
এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ নাসীরুদ্দীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.