উজিরপুরে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলায় ট্রলি চালকসহ আহত-২

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রলি চালকসহ দুজনকে পিটিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আহত সূত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্রামের তাহের আলি দাহারিয়ার ছেলে ট্রলি চালক নিয়ামুল দাহারিয়া (২৮) এর সহযোগী চালক মোঃ মোশারফ ঘরামীকে শুক্রবার রাতে মাদকসেবীরা বেপরোয়া হয়ে হামলা চালায়।
নিয়ামুল দাহারিয়া এর প্রতিবাদ করায় তাকে ২৬ নভেম্বর দুপুর আড়াইটায় বসতবাড়ির সামনে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় ওই এলাকার মাদকসেবী সন্ত্রাসী সাইফুল মৃধা, সৌরভ মৃধা,মেহেরাব মৃধা।
এসময় রবিউল শরীফ বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করেছ এবং নিয়ামুলের সাথে থাকা এনজিওর কিস্তির নগদ ৩২ হাজার টাকা ও একটি দামীয় মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পরবর্তীতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাইফুল ইসলাম মৃধা বিষয়টি এড়িয়ে যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বিটিসি নিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.