উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালে উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও  কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (০৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তামাক ও ধূমপানের বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো এবং আইনের ধারা ও শাস্তির বিধান উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোরশেদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা সেনেটারী  ইন্সপেক্টর নুরুল আলম বখতিয়ার, শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, বামরাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, শোলক ইউপি চেয়ারম্যান ডাক্তার আব্দুল হালিম,উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এসময় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন এবং তামাক বিরোধী প্রচারণা বেগবান করতে বিভিন্ন পরামর্শ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.