উজিরপুরে ডাচ বাংলা ব্যাংক এজেন্টের ১২ লক্ষ টাকা ছিনতাই

প্রতীকী ছবি

উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর এম.এ.জলিল সেতুর উপর প্রকাশ্যে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট এর কাছ থেকে ১২ লক্ষ টাকা ছিনতাই করেছে দূর্বত্তরা।

গতকাল বুধবার বিকেল সোয়া ৪ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা সুত্রে জানা যায়, গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে মশিউর রহমান রিয়াজ মোল্লা(৩২) গৌরনদী বন্দরের এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা করে আসছে।

তিনি সুপার এজেন্ট হওয়ায় আরো ২টি এজেন্ট শাখার মোট ১২ লক্ষ টাকা নিয়ে বরিশাল ডাচ বাংলা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্য মোটর সাইকেল যোগে উজিরপুর উপজেলার ইচলাদি মেজর এম.এ জলির সেতুর উপর পৌছামাত্র দুইদিক থেকে ২টি মোটর সাইকেল তার পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান সেতুর পূর্ব পাশে ছিনতাই এর ঘটনা ঘটে। থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী। তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.