BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উজিরপুরে ডক্টর এনায়েত করিম স্কুল এন্ড কলেজের উদ্যোগে শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

উজিরপুরে ডক্টর এনায়েত করিম স্কুল এন্ড কলেজের উদ্যোগে শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামে ডক্টর এনায়েত করিম স্কুল এন্ড কলেজের উদ্যোগে শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এলাকার শিশু-কিশোর ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম মৃধার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সভাপতি এবং ডক্টর এনায়েত করিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোঃ এনায়েত করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজিরপুর ডব্লিউ.বি. ইউনিয়ন ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এইচ এম আব্দুল হালিম মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কুদ্দুস মৃধা, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল আউয়াল শিকদার, মোঃ আব্দুল হাই শিকদার, মোহাম্মদ সিরাজুল ইসলাম জুয়েল, মোঃ রনি ফরাজি, মোহাম্মদ জিয়াউর রহমান আকন, মোঃ হিরু মৃধা, মোহাম্মদ আলীম বেপারী, মোঃ মিন্টু, মোঃ আসাদুজ্জামান, মোঃ শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এনায়েত করিম বলেন, “যুবসমাজ দেশের অমূল্য সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে হলে যুবকদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক সুস্থতাও নিশ্চিত করে।”

তিনি আরও বলেন, “শিশু-কিশোর ও যুবকরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মাদক ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে হলে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা কুশল বিনিময় করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ