উজিরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” “বয়স্কদের জন্য নিয়মিত ভাতা” “বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন” “প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
২ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।
উপজেলা সমাজসেবা অফিস কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সীমা রানী শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, আনসার ভি ডি পি কর্মকর্তা শাহিনুর জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আছমা বেগম, বন কর্মকর্তা নুরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী। এসময় বক্তৃারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.