উজিরপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৯ জুন রবিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা স্বাক্ষ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন ফলজ বাগানের মালিকগণ।
জাতীয় ফলমেলায় ‘‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে দেশীয় ফলচাষে সকলকে আগ্রহী হওয়ার জন্য আহবান জানান বক্তারা। দেশীয় বিভিন্ন প্রজাতির ফলে ব্যাপক পুষ্টিগুন আছে বলে বক্তারা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.