উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও চামড়া ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা ও চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৮ হাজার কেজি লবণ বিতরন করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের অন্যতম জাতীয় সম্পদ চামড়া শিল্পকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর জামায়েত ইসলামীর সাবেক আমীর ও জেলা জামায়েত নেতা মোঃ কাওছার হোসাইন, সিনিয়র সাংবাদিক আঃ রহিম সরদার, দৈনিক মানব কন্ঠ ও বৈশাখী টেলিভিশনের সংবাদদাতা মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সদস্য সোহেল সরদার সহ মাদ্রাসা, ইয়াতিম খানা, লিল্লা বোর্ডিং ও চামড়া শিল্পের সাথে জড়িত ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চামড়া শিল্পকে দেশের অন্যতম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে নিয়ে আসার উদ্দেশ্যে চামড়া সংরক্ষণের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সবার শেষে তিনি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ইয়াতিমখান ও লিল্লা বোর্ডিং এর প্রতিনিধিদেরকে বিনামূল্যে লবণ প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ হাজার কেজি লবণ বিতরণ করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.