BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উজিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

উজিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দোগে “দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের প্রদর্শনী মাঠে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মাওলার সভাপতিত্বে, ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ জেরিন জামান অনির সঞ্চালনায়, প্রধান অতিথীর বক্জবক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমে, উজিরপর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আঃ খালেক, পৌর আমির মোঃ আল আমিন সরদার।

আরো বক্তৃতা করেন, খামারি ফরিদ হোসেন রানা, রেজাউল করিম, কানন সিংহ, রেখা আক্তার।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সদস্য আনোয়ার হোসেন খান, পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির শরীফ প্রমুখ।

উজিরপুর প্রাণী সম্পদ দপ্তর থেকে জানা যায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২৬ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হচ্ছেন জিললুর রহমান আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী আদমদীঘিতে ৫ মাদক কারবারীর জেল জরিমানা, জব্দ করা মাদক ধংস বকশীগঞ্জে পোশাক কর্মী বিনা হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আমিষ উৎপাদনে আমাদের অর্জন সাময়িক নয়, এ অর্জন স্থায়ী – বিভাগীয় কমিশনার বকশীগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন  উজিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত মোংলায় যৌথ অভিযানে হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ সদরের সাফল্য: জামালপুরে শ্রেষ্ঠ সার্কেল মামুন, শ্রেষ্ঠ ওসি সাকিব