উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা আহত ১
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রভাবশালী প্রতিপক্ষরা, সেনা সদস্য ও পুলিশের দাপট দেখিয়ে এক দিনমজুরকে বেদম ভাবে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ২৭মে রবিবার প্রতিপক্ষ সন্ত্রাসীরা প্রকাশ্যে আহত দিনমজুরকে প্রাননাশ ও এলাকা ছাড়ার হুমকী দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হুমকীর মূখে আতঙ্কে দিনমজুরের পরিবার। আহত সুত্রে জানা যায়, উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের মৃত তালেব খাঁনের ছেলে দিনমজুর লতিফ খাঁন(৬৫) এর একই গ্রামের মশিউর রহমান গংদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ১২মে সকাল সাড়ে ৬ টায় দিনমজুর লতিফ খাঁন রাজমিস্ত্রি ইয়াসিনের পাওনা টাকা পরিশোধ করার জন্য ১ লক্ষ টাকা পকেটে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলে বাড়ীর সামনে রাস্তার উপর ওৎ পেতে থাকা প্রভাবশালী ভূমিদস্যু মশিউর রহমান খাঁন, মেহেদী হাসান খাঁন, সেলিম খাঁন, ইউনুস খাঁন মিলে লতিফ খাঁনের উপর অতর্কিত হামলা চালায়।
এতে তার একটি দাঁত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। আহত’র ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল ছুটে আসলে উল্লেখ্য সন্ত্রাসীরা নগদ ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে দিনমজুরকে জানে মেরে ফেলার হুমকী দিয়ে পালিয়ে যায়। আহত দিনমজুর লতিফ খাঁন সংবাদকর্মীদের কাছে কান্নার কন্ঠে বলেন আমরা গরীব অসহায় হওয়ায় ঐ সন্ত্রাসীরা তাদের ভাই সেনা সদস্য ও পুলিশ হওয়ায় তারই দাপট দেখিয়ে আমার পৈত্রিক ভোগদখলীয় ভিটে-মাটি দখল করার জন্য আমার উপর প্রায়ই হামলা চালায়।
শেষ পর্যন্ত আমাকে প্রানে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালিয়ে আমার দাঁত ভেঙ্গে ফেলেছে ভূমিদস্যু সন্ত্রাসীরা এবং আমার পকেট থেকে প্রকাশ্যে নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এমনকী তাদের ভয়ে আমার স্ত্রী সন্তানদের নিয়ে আমার পৈত্রিক ভিটে-মাটি ছেড়ে ঢাকায় বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। পরিবার নিয়ে তাদের আতঙ্কে থাকতে হচ্ছে প্রতিনিয়ত। গ্রামের বাড়িতে পাকা ভবন নির্মাণ করার জন্য এসেও তাদের হাত থেকে রেহাই পাইনি। ভূক্তভোগী দিনমজুর পরিবার উল্লেখ্য ভূমিদস্যু সন্ত্রাসীদের কবল থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.