উজিরপুরে গ্রাম সমিতির আর্থিক সহায়তায় স্বচ্ছল সদস্যদের নাম তালিকাভূক্ত করার প্রতিবাদে সুবিধা বঞ্চিত পরিবারদের বিক্ষোভ মিছিল

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের উত্তর শোলক গ্রাম সমিতির আর্থিক সহায়তায় স্বচ্ছল সদস্যদের নাম তালিকাভ‚ক্ত করার প্রতিবাদে সুবিধা বঞ্চিত অস্বচ্ছল বিক্ষুব্দ নারী সদস্যরা বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার (২৪ মে) উত্তর শোলক গ্রাম সমিতির সামনে অর্ধ শতাধিক নারী সদস্যরা ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন নারী সদস্য প্রতিবন্ধী নাসিমা বেগম(৫০), রিজিয়া বেগম (৬০), আসমা বেগম(৩০), শারমিন বেগম(২২), শেফালী বেগম(৬১), সাহিদা বেগম(৩০), নার্গিস বেগম(৩৫), রুনু বেগম(৩৮), লালমতি বেগম (৬০), রীনা বেগম(৩৬), পরিতুন নেছা বেগম(৩০), নাজমা বেগম(২৫), দুলুফা বেগম(৩০), পারুল বেগম (৪৫), খালেদা বেগম(৬৫), শেফালী বেগম(৪৬), রানী বেগম(৩০), কহিনুর বেগম(৪০), মরিয়ম বেগম (৪৫), রাবেয়া বেগম(৩৫), আকলিমা বেগম(৩১)সহ অর্ধ শতাধিক সদস্য।
বিক্ষুব্দ সুবিধা বঞ্চিত হতদরিদ্র নারী সদস্যরা অভিযোগ করে সাংবাদিকদের কান্নার কন্ঠে বলেন, এসডিএফ সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি সোহেল হাওলাদার সমিতির আর্থিক সহায়তা প্রদানে বিভিন্ন দূর্ণীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন। ১৪২ জন সদস্যর মধ্যে ১১০ জন স্বচ্ছল সদস্যকে অর্থের বিনিময়ে তাদের নাম তালিকাভ‚ক্ত করেছেন। এমনকি ভবনের মালিক ও স্বচ্ছল একাধিক সদস্যের নাম তালিকাভ‚ক্ত করেন।
আরো অভিযোগ করে বলেন, আমরা হতদরিদ্র হওয়ার পরেও আমাদের কাউকে আর্থিক সহায়তা প্রদানে নাম তালিকাভ‚ক্ত না করে স্বার্থ হাসিল করার জন্য নিজের পছন্দের ব্যক্তিদের নাম তালিকাভ‚ক্ত করেছেন।
অভিযুক্ত গ্রাম সমিতির সভাপতি সোহেল হাওলাদার বিষয়টি এড়িয়ে যায়। এ বিষয়ে ২নং ধামুরা ক্লাস্টার ইনচার্জ জাহিদ হোসেন জানান, বিষয়টি আমার জানা নাই। তবে কোন সদস্যর অভিযোগ থাকলে তা আমাকে জানালে তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখা হবে।
বিক্ষোভকারী নারী সদস্যরা পুনরায় যাচাই বাছাই করে অস্বচ্ছল সদস্যদের নাম তালিকাভূক্ত করার দাবী জানান এবং যোগ্য পাত্রে অন্ন দান করার দাবী জানিয়ে গ্রাম সমিতির উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.