উজিরপুরে গোল্ডেন লাইন পরিবহন ও অ্যাম্বুলেন্স সংঘর্ষ, গুরুতর আহত-৫

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল সাবেক ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ঢাকা থেকে বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪/৭৬৯২) রোগীবাহী অ্যাম্বুলেন্স পটুয়াখালীর দুমকী থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ছ ৭১৩৪৩২) সংঘর্ষে গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালকসহ ৫।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ মার্চ বিকেল ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনা সংঘটিত হয়।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উজিরপুর উপজেলা ফায়ারসার্ভিস টীম গুরুতর আহত রোগীদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান।
গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত পরিবহন ও অ্যাম্বুলেন্সটিকে রাস্তা থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। আহত অ্যাম্বুলেন্স চালক পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাটকাঠী পাশা গ্রামের মৃত আলতাফ শরীফের ছেলে রবীনকে গুরুতর অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
অন্যান্য আহতদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেননি বলে বিটিসি নিউজকে জানান, গৌরনদী হাইওয়ে পুলিশের এস,আই সুমন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.