উজিরপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মৎস্য দপ্তরের মত বিনিময় সভা

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মৎস্য দপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই আজ বুধবার বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে তার কার্যালয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।

আরো উপস্থিত ছিলেন উজিরপুর খামার ব্যবস্থাপক শংকর লাল গাইন, জিটিভি’র বরিশাল ব্যুরো চীফ নিকুঞ্জ বালা পলাশ, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম, খবির উদ্দিন হাওলাদার, যুগ্ম সম্পাদক নাসির শরীফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান রনি প্রমূখ।

সভায় ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করা হয়। “মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৎস্য সেন্টরের সমৃদ্ধি, সুনিল অর্থনীতির অগ্রগতি।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত, ফরমালিক বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল-কলেজ, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, র‌্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মৎস্য চাষীদের সম্মাননা সনদসহ বিভিন্ন কর্মসূচী পালিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.