উজিরপুরে কৃষকদের মাঝে প্রায় কোটি টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের লক্ষ্যে প্রায় কোটি টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যন্ত্রাপাতি বিতরণের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডঃ আঃ রাজ্জাক।
ভিডিও কনফারেন্স শেষে তিনটি কম্বাইন্ড হারভেস্টার, ৩টি ধানকাটা রিপার মেশিন কৃষকদের হাতে তুলে দেন কৃষি দপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, সাতলা ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার লিটনসহ বিভিন্ন কর্মকর্তারা।
এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য প্রায় ২৭-২৮ লক্ষ টাকা। ধানকাটা রিপার মেশিন প্রতিটি ১ লক্ষ ৮০ থেকে ২ লক্ষ টাকা।
সরকার ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষক অর্ধেক মূল্যে এ মেশিনটি গ্রহন করছেন। এ মেশিন দিয়ে খুব সহজেই আধুনিক প্রযুক্তিতে অতি দ্রæত ধানকাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে পারবে। কম্বাইন্ড হারভেস্টার মেশিন গুঠিয়ায় ২টি, পৌর এলাকায় ১টি, রিপার মেশিন সাতলায় ২টি ও জল্লায় ১টি প্রদান করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.