উজিরপুরে কাউন্সিলর প্রার্থী হেমায়েতের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

উজিরপুর প্রতিনিধি: উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে সমর্থকরা।

আজ শনিবার (২৮ নভেম্বর) প্রার্থীর পক্ষে শতশত সমর্থক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা রিটার্নিং অফিসার আলিমদ্দিনের হাত থেকে মনোনয়ন সংগ্রহ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আঃ হক আকন, আজিজ আকন, সুলতান মোল্লা, জাফর হাজী, শেখ আঁখিসহ সমর্থকরা। প্রার্থী হেমায়েত উদ্দিনকে পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী। ২৮ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.