উজিরপুরে একই পরিবারের ৪টি গরু চুরি, খামারিরা আতঙ্কে

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে গরু চোর চক্রের দৌরত্ব বৃদ্ধি পেয়েছে। উপজেলায় বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ গরু চোরের আনাগোনায় অতিষ্ট এলাকাবাসি। উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত: আইউব আলী সরদারের ছেলে দিনমজুর ফারুক সরদারের পালিত ৪টি গরু গতকাল ৯মে বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র নিয়ে যায়।

জানা যায়, দিনমজুর ফারুক সরদার পরিবারের স্বচ্ছতার কথা ভেবে বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে ৪টি গরু পালন শুরু করে। গরু চুরি হওয়ায় পরিবারটি কিভাবে ঋনের বোঝা বহন করবে এই ভেবে দিশেহারা হয়ে পড়েছে।

চোর চক্রের আতঙ্কে একাধিক পরিবার রাত জেগে তাদের গবাদি পশু ঘর পাহারা দিচ্ছে। এলাকাবাসি প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পালের কাছে জানতে চাইলে বিটিসি নিউজকে বলেন গরু চুরির ঘটনাটি লোক মুখে শুনেছি। এখনও অভিযোগ পাইনি। তবে রাত্রিকালিন ডিউটি জোরদার করা হয়েছে এবং এলাকাবাসিকে শতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.