উজিরপুরে একই দিনে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার 

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একদিনে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ২৭ মে মঙ্গলবার ভোর ৬ টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হাওলাদার বাড়ীর লিটন হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার (১৭) বসত ঘরের আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা যায়, একই দিনে উপজেলার চকমান ৩ নং ওয়ার্ডের ওমর আলী হাওলাদারের মেয়ে জবেদা আক্তার (১৫) কে ভোর সাড়ে ৫ টার দিকে বসত ঘরে গামছা দিয়ে ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি আঃ সালাম বিটিসি নিউজকে জানান, একই দিনে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.