উজিরপুরে উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, ঐতিহাসিক ভাষণের উপর প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৭ মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর স্থায়ী ভাস্কর্যের সামনে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ণ কুমার বাইন, সীমা রানী শীল, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার, বি.এন.খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, ইউপি চেয়ারম্যান ডাঃ আঃ হালিম, এ্যাডঃ শহিদুল ইসলাম, ছরোয়ার হোসেন, অমূল মল্লিক, বেবী রানী দাস, শাহিন হাওলাদারসহ অনেকে।
আলোচনা সভাশেষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ঐতিহাসিক ভাষনের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.