উজিরপুরে ইসলামী ব্যাংকের প্রবাসী গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রবাসী গ্রাহক ও তার স্বজনদের নিয়ে প্রবাসী গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উজিরপুর শাখা ম্যানেজার (অপারেশন) হোসেন মোঃ শাহরিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সীমা রানী শীল, বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার।

অনুষ্ঠানে প্রবাসী গ্রাহকদের উদ্দেশ্যে ডিজিটাল প্রডাক্টস্ এন্ড সার্ভিসেস সম্পর্কে ব্যাপক আলোকপাত করেন ব্যাংকের জিবি ইনচার্জ মুহাম্মদ মনিরুজ্জামান, শাখা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রবাসী গ্রাহকদের পক্ষে বক্তৃতা করেন আঃ মতিন তালুকদার, মাকসুদা বেগম, মোহসেনা আক্তার, পবিত্র কুরআন তিলওয়াত করেন মহিবুল্লাহ ইসলাম মাহিন।

আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এমদাদুল কাসেম সেন্টু। এ সময় ব্যাংকের কর্মকর্তারা বলেন ইসলামী ব্যাংক বিশ্বের একটি আধুনিক সর্ববৃহৎ ব্যাংক। ইতিমধ্যে ব্যাংকের বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টস্ এর সেবা সমূহ জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য তাদের এ আয়োজন।

ইতিমধ্যে নতুনভাবে প্রোগ্রাম আসছেন সেলফিন, আই ব্যাংকিং, এস.এম.এস ব্যাংকিং, ডেবিট কার্ড, খিদমাহ কার্ড, হজ্ব কার্ড, ট্রাভেল কার্ড, ভিসা কার্ড, ডুয়েল কারেন্সী কার্ড, ভার্চুয়াল কার্ড, ২৪ ঘন্টা কন্টাক সেন্টার, এম ক্যাশ, এ.টি গ্রাম/সি.আর.এম/সি.ডি.এম, ক্যাশ বাই কোড, গ্রিন পিন, কিউয়ার মার্চেন্ট, পস পেমেন্ট সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন ইসলামী ব্যাংক।

বক্তারা আরো বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সেবার মানে একধাপ এগিয়ে রয়েছে বলে এর কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতি, ধর্ম নির্বিশেষে ইসলামী ব্যাংকের গ্রাহক হচ্ছে। বৈদেশিক রেমিটেন্সে ইসলামী ব্যাংক ইতিমধ্যে শীর্ষে অবস্থান করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.