উজিরপুরে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে “জয়ীতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৫ জন জয়ীতাদের সম্মাননা সনদ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু প্রমূখ।

সভা শেষে অর্থনীতিতে সাফল্য জয়ীতা কনক দাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জয়ীতা এ্যাডঃ মোর্শেদা পারভীন, সফল জননী জয়ীতা মোসাম্মৎ লুৎফুন্নেছা, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে সফল জয়ীতা সালমা সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে জয়ীতা উর্মিলা বাড়ৈ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.