উজিরপুরের ৩ ইউনিয়নের ২ শতাধিক চাষীর উন্মক্ত মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের ৩ ইউনিয়নের ২ শতাধিক চাষীদের সমন্বয়ে কয়েকশত একর জমিতে উন্মুক্ত মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় জমির মালিকগণ।
গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১টায় উপজেলার সাতলা, জল্লা ও হারতা ইউনিয়নের পটিবাড়ি, কুড়লিয়া ও কালবিলা এলাকায় উন্মুক্ত মৎস্য চাষ প্রকল্পের সভাপতি প্রেমানন্দ বালা, সাবেক সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক ভবরঞ্জন কীর্তনিয়া, সহ-সভাপতি মঙ্গল বাড়ৈ, কোষাধ্যক্ষ সুরেন কর্মকার, সদস্য তপন সরকারসহ প্রায় দেড় শতাধিক জমির মালিক মৎস্য চাষ কার্যক্রম শুরু করেন। এই প্রকল্পে শুধু মাছ চাষই হয় না, এক ফসলী ইরি-বোরো চাষে বাম্পার ফলন হয়।
এই ঘেরটি জমির মালিকরা ১০ বছর যাবৎ অন্যের কাছে লীজ দিয়ে মানবেতর জীবন যাপন করত। লীজের সময়সীমা শেষ হওয়ায় তাদের মনে এক আনন্দের স্রোতধারা প্রবাহিত হয়েছে।
এ ব্যাপারে মামুন তালুকদার ও তপন সরকার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এই অঞ্চল মাছ ও ইরি চাষে সমৃদ্ধ এলাকা। দীর্ঘদিন পরে এই ঘেরটি কৃষকদের নিজ হাতে চলে আসায় পুরো এলাকায় এখন আনন্দ বয়ে যাচ্ছে। সরকারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেলে এই ঘেরটি হবে উজিরপুর উপজেলার সর্বশ্রেষ্ঠ মৎস্য খামার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.