উজিরপুরের সাতলায় নির্বাচন থেকে সড়ে দাড়ালেন চেয়ারম্যান লিটন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার লিটন।
আজ বুধবার (০৯ জুন) বিকেল ৪ টায় সাতলা বাজারে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী মোঃ শাহিন হাওলাদারের উঠান বৈঠকে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিদের উপস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান তিনি।
এর আগে বিকেল সাড়ে ৩ টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল খালেক আজাদের বাসভবনে এক বৈঠকে আওয়ামী লীগ নেতাদের আহবানে সাড়া দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেন খায়রুল বাশার লিটন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুছ, গৌরনদী পৌর মেয়র মো হারিছুর রহমান হারিচ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ : মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো : গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মো: শাহিন হাওলাদার, জিটিভির বরিশাল ব্যুরো চীফ, দৈনিক সাহসী বার্তার প্রকাশক ও সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ প্রমূখ।
এসময় গৌরনদী পৌরসভার মেয়র মো : হারিছুর রহমান হারিচ বলেন, খায়রুল বাশার লিটন একজন ত্যাগী নেতা। আমরা তার মতো উদীয়মান নেতাকে হারাতে চাই না। তাই দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশ মোতাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থি শাহীন হাওলাদারের পক্ষে বিদ্রোহী প্রার্থি খায়রুল বাশার লিটনকে সমর্থন দেওয়ার অনুরোধ করেছিলাম।
খায়রুল বাশার লিটন আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে গিয়ে শাহিনকে সমর্থন দেওয়ায় আমরা তাকে ধন্যবাদ জানাই। এ সময় খায়রুল বাশার লিটন বলেন, আমি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর একজন কর্মি। তার হাত ধরেনই রাজনীতিতে এসেছি।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আামি আওয়ামী লীগ মনোনীত প্রার্থি মো : শাহীন হাওলাদারের নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছি। আমি ও আমার কর্মিরা শাহীন হাওলাদারকে বিজয়ী করতে সার্বক্ষনিক কাজ করে যাবো।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থি শাহীন হাওলাদার বলেন, লিটন আমার রাজনৈতিক সহযোদ্ধা। আমরা এক সাথে রাজনীতি করছি। নির্বাচনে আমাকে সমর্থন দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমাদের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: তালুকদার মো: ইউনুছসহ উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উপজেলার ৫টি ইউনিয়নে তফসিল ঘোষনা করা হয়। মহামারী করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে নির্বাচন স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার। পুনঃরায় একই তফসিলে আগামী ২১ জুন নির্বাচনে ভোট গ্রহনের ঘোষনা করে গণবিজ্ঞতি জারি করেন প্রধান নির্বাচন কমিশন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.