উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরের কৃতি সন্তান বৈশাখী টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মোঃ মোস্তাফিজুর রহমান পলাশকে “আউটস্ট্যান্ডিং ব্রডকাস্ট টেকনোলজিস্ট” হিসেবে ট্র্যাব অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত করেছেন টেলিভিশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব আয়োজিত ২০ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ট্র্যাব কর্তৃক আয়োজিত ‘সংস্কৃতির সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা ও ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়।
এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেলেন চলচ্চিত্রকার ছটকু আহমেদ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন মোশাররফ করিম।
ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
এবারে বিশিষ্ট গুণীজনদের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে, বৈশাখী টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মোঃ মোস্তাফিজুর রহমানকে “আউটস্ট্যান্ডিং ব্রডকাস্ট টেকনোলজিস্ট” হিসেবে ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রায় দুই দশক ধরে দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কাজ করে আসছেন তিনি। তার কর্মজীবন শুরু হয় বাংলাদেশ টেলিভিশনে। পরবর্তীতে বাংলাভিশনে দায়িত্ব পালন শেষে বর্তমানে বৈশাখী টেলিভিশনে কর্মরত আছেন।
মোস্তাফিজুর রহমান স্ট্যান্ডার্ড ডেফিনিশন প্রযুক্তি ও এনালগ ট্রান্সমিশন থেকে আধুনিক এইচডি এবং ডিজিটাল ট্রান্সমিশনে উন্নীতকরণে কাজ করেছেন। পাশাপাশি আইপি টিভি, ওটিটি প্ল্যাটফর্ম এবং ফাইভ-জি ট্রান্সমিশন প্রযুক্তি প্রয়োগেও তার দক্ষতা প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের টেলিভিশন প্রযুক্তিকে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা আমার দীর্ঘ দিনের লক্ষ্য। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। এই প্রকৌশলীকে অভিনন্দন জানিয়েছেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন মহল।
Comments are closed, but trackbacks and pingbacks are open.