উজিরপুরের আপিল কেস শুনানী বরিশাল জোনাল অফিসে স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ৮৯ নং ইচলাদী মৌজার আপিল কেস শুনানী বরিশাল জোনাল অফিসে স্থানান্তর করার প্রতিবাদে ভূমি মালিকদের মানববন্ধন।
আজ রবিবার (০৯ জানুয়ারী) সকাল ১০টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহন করেন ভূমি মালিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ঘন্টাব্যাপী মানববন্ধনে তিন শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
এদিকে উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে ইচলাদী বাজার কমিটির সভাপতি আব্দুল হক আকনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, এ্যাডঃ আমির হোসেন মিয়া, কাউন্সিলর আখি খানম, নজরুল ইসলাম মামুন, সাবেক কাউন্সিলর দিলীপ কুমার সিকদার, স্থানীয় হাজী জাফর আলী হাওলাদার, আঃ আজিজ আকন, আবুল কাসেম শরীফ, সুলতান মোল্লা, আলাউদ্দিন সরদার, আবু হোসেন হাওলাদার, আনোয়ার ফকির, দেবাশীষ দাস, আলম ফকির, শাহজাহান সরদার, আঃ রব ফকির, মোতালেব হাওলাদার, আলতাফ হোসেন হাওলাদার প্রমূখ। এ সময় বক্তারা ৮৯নং ইচলাদী মৌজার আপিল শুনানী উজিরপুর সেটেলমেন্ট অফিসে বহাল রাখার দাবী জানিয়ে এমপি মহোদয় ও জেলা জোনাল অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
বক্তৃতাকালে প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন বলেন, উজিরপুর সেটেলমেন্ট অফিস থেকে আপিল কেস শুনানী বরিশাল জোনাল অফিসে স্থানান্তর করার জন্য কতিপয় স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। এই উপজেলার মানুষ আর্থিক দিক দিয়ে সবল নয়, ব্যয়বহুল খরচ দিয়ে বারবার বরিশালের অফিসে যাওয়া সম্ভবপর নয়।
উজিরপুর অফিসের কার্যক্রম বরিশাল জোনাল অফিসে নেয়া হলে মানুষের ভোগান্তি ছাড়া কোন উপায় থাকবে না। তিনি আরো বলেন তাদের এ অসৎ উদ্দেশ্যকে হাসিল করতে দেয়া হবে না। আমাদের দাবী দ্রুত মেনে না নেয়া হলে ভবিষ্যতে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের কর্মসূচী দেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.