উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিকেএসপি’র সাফল্য


প্রেস বিজ্ঞপ্তি: ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিকেএসপি থেকে ১৬ জন জিপিএ ৫ পেয়েছে।
জিপিএ ৫ প্রাপ্তরা হলেন: দিয়া সিদ্দিকী (আর্চারি), নাফিউল ইসলাম (কারাতে), জোহায়ের বিন শাহ নেওয়াজ (শ্যূটিং), এসএম ফাইয়াজ (শ্যূটিং), ইয়াকুব আলী (ভলিবল), জান্নাতুল ফেরদৌস (ক্রিকেট), অন্তরা চাকমা (জুডো), মেহেদী হাসান তানভীর (ক্রিকেট), রওনক রঙ্গন (ক্রিকেট),শেখ মোরসালীন (ফুটবল), জুবায়ের উৎস (টেনিস), আরিফুল ইসলাম (ক্রিকেট), আবু বকর রাব্বী(ক্রিকেট), আশিকুর রহমান (ক্রিকেট), মো: তানজিল ওহি (ক্রিকেট) ও মো: প্রান্তিক নওরাজ নাবিল (ক্রিকেট)।
পরীক্ষায় মোট ১১৬ জন নিয়মিত পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে ১৬ জন জিপিএ ৫ সহ কৃতকার্য হয়েছেন ১১৪ জন এবং অকৃতকার্য হয়েছে ০২ জন ( ১ জন বিদেশে খেলার কারণে আংশিক পরীক্ষা দিয়েছে) নিয়মিত পাসের হার শতকরা ৯৮.২৮।
প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো: ফুয়াদ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যকারীদের অভিনন্দন জানান।
সংবাদ প্রেরক বিকেএসপি জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান / সাভারঢাকা। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.